Corporate News Details

Home | Corporate News Details

ল্যাব এইড লিমিটেড (ডায়াগনস্টিকস)-ধানমন্ডি কলেজ অফ আমেরিকান প্যাথলজিস্টস (ক্যাপ)-এর অ্যাক্রেডিটেশন পেয়েছে

ক্যাপ অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার আওতায়, ক্যাপ-এর পরিদর্শকরা ল্যাবরেটরির রেকর্ড এবং বিগত দুই বছরের ল্যাব পরীক্ষা পদ্ধতির যাবতীয় মান নিয়ন্ত্রণ পরীক্ষা-নিরীক্ষা করেন। এছাড়াও পরিদর্শকরা কর্মীদের যোগ্যতা, সরঞ্জাম, সুবিধা, নিরাপত্তা প্রোগ্রাম ও রেকর্ড এবং সামগ্রিক ব্যবস্থাপনা পরীক্ষা করেন। এর মাধ্যমে ক্যাপ নিশ্চিত হয়ে থাকে যে ল্যাবরেটরিতে রোগ নির্ণয়ের সকল ক্ষেত্রে সর্বোচ্চ মান রক্ষা করা হয়েছে।

সম্প্রতি ল্যাবএইড গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম সকলের নিকট চিকিৎসা ক্ষেত্রে ক্যাপ অ্যাক্রেডিটেশন-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন, এবং ল্যাবএইড-এর এই সাফল্য উদযাপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা।

কলেজ অফ আমেরিকান প্যাথলজিস্ট সম্পর্কেঃ

প্যাথলজিস্টদের নিয়ে বিশ্বের সর্ববৃহৎ সংস্থা হল কলেজ অফ আমেরিকান প্যাথলজিস্ট। এই প্রতিষ্ঠান সারা বিশ্বের আন্তর্জাতিক মা্নসম্পন্ন ল্যাবরেটরিগুলোকে পরিদর্শন সাপেক্ষে অ্যাক্রেডিটেশন দিয়ে থাকে। পাশাপাশি উৎকর্ষতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও পরীক্ষা পরিচালনা করে থাকে।