Health Tips Details

Home | Details

সচেতনতায় কমে হেপাটাইটিসের ঝুঁকি

হেপাটাইটিস একটি ভাইরাসজনিত রোগ যা যকৃত বা লিভারে প্রদাহ সৃষ্টি করে। দূষিত খাবার, পানি ও দেহনিঃসৃত বিভিন্ন তরল পদার্থের মাধ্যমে এ রোগ ছড়ায়। তবে, অন্যান্য অনেক রোগের মতো হেপাটাইটিসও প্রতিরোধ করা সম্ভব যদি দৈনন্দিন জীবনযাপনে কিছু সচেতনতা অবলম্বন করা হয়।